[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

ইসরাইলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান: রিপোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪ ২৩:১০ পিএম

গাজা ও লেবাননে হামলার জবাবে গত সপ্তাহে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: রয়টার্স

ইসরাইলের সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। দেশটির এক সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইল যদি গত সপ্তাহে চালানো হামলার প্রতিশোধ নিতে কোনো হামলা চালায় তাহলে তার জবাব দেবে ইরান। তার সব প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে হত্যার জবাবে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
হামলার পরই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পক্ষ থেকে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইসরাইল যদি এই হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে তার ‘ধ্বংসাত্মক’ জবাব দেয়া হবে।
ইসরাইলও ‘সময় ও সুযোগ মতো সমুচিৎ জবাব’ দেয়ার হুঁশিয়ারি দেয়। সেই লক্ষ্যেই দেশটির সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে খবরে জানানো হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়,‘সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরাইল। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে, সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার ছক কষছে। হারেৎজ আরও জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরাইলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুও। শনিবার (৫ অক্টেবর) তেল আবিবের কিরিয়া সামরিক দফতরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইলে ইরান যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এটা বরদাস্ত করবে না, ইসরাইলও করবে না।’ তিনি আরও বলেন, ‘নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরাইলের দায়িত্বও। ইসরাইল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে।’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর