[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিহারে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত, সাহায্যের বদলে মাছ লুট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের সীতামড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী রিতেশ কুমার নিহত হয়েছে। রিতেশ স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে একটি দ্রুতগামী পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়।

শুক্রবার এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রিতেশের মৃত্যু হয়। পরে তার পরিবার সেখানে পৌঁছে সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত হয়।

দুর্ঘটনাকবলিত পিকআপ ট্রাকটিতে মাছ বোঝাই ছিল। সংঘর্ষের পর সড়কে মাছ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আহত শিশুকে সাহায্য করার বদলে মাছ কুড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ অ্যাম্বুল্যান্স ডাকেনি বা রিতেশকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত পিকআপ ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার গভীর শোকে রয়েছে। স্থানীয়দের অমানবিক আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

  1. আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বন্যায় দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে নদী উপচে পড়েছে, ভেঙে পড়েছে সড়ক–সেতু ও অবকাঠামো, বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে বন্যায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। পানিতে ডুবে যাওয়া বাড়ির ছাদ ও গাছে আশ্রয় নেওয়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। জিম্বাবুয়ের সীমান্তসংলগ্ন একটি চেকপোস্টও বন্যার পানিতে ঘিরে পড়ায় নিরাপত্তা কর্মীদের সরিয়ে নিতে হয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, এক সপ্তাহেরও কম সময়ে লিম্পোপোতে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একটি জেলায় ৩৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। প্রাদেশিক কর্তৃপক্ষের হিসাবে, লিম্পোপোতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেশী জিম্বাবুয়েতে চলতি বছরের শুরু থেকে বন্যায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। সেখানে এক হাজারের বেশি বাড়ি ধ্বংসের পাশাপাশি বহু স্কুল, সড়ক ও সেতু ভেঙে পড়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোজাম্বিকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া অস্বাভাবিক বর্ষা মৌসুমে সেখানে ১০৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা, বজ্রপাত, অবকাঠামো ধস ও দূষিত পানিতে ছড়িয়ে পড়া কলেরাও প্রাণহানির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, মোজাম্বিকে দুই লাখের বেশি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। বন্যার পানিতে ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে, যা খাদ্যসংকট আরও বাড়াতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, লা নিনা আবহাওয়া প্রভাবের কারণে দক্ষিণ আফ্রিকার অন্তত সাতটি দেশে বন্যা দেখা দিয়েছে বা ঝুঁকি রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কেও বন্যার প্রভাবে প্রায় ৬০০ পর্যটক ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর