বিএনপিকে অপপ্রচার বা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে যে দলের কর্মীরা আপসহীন থাকতে পারে, সেই দলকে গুপ্ত কৌশল বা অপপ্রচারের মাধ্যমে দমন করা সম্ভব নয়।
শনিবার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তারেক রহমান বলেন, গুম ও খুনের দায় রাষ্ট্র এড়াতে পারে না।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকারদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম ও শহীদ হয়েছেন, তাদের প্রতি ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের বড় দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই তাদের আত্মত্যাগ ভুলে যেতে পারে না।
মন্তব্য করুন: