[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

উগান্ডার নির্বাচনে বিরোধী প্রার্থী ববি ওয়াইনকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

ছবি : সংগৃহীত

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাসা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে—এমন অভিযোগ করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটির দাবি, ববিকে কোথায় নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এনইউপি তথ্য জানায়। এর আগের দিন বৃহস্পতিবার উগান্ডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য সংগ্রহ যাচাই কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাবেক জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইন বর্তমানে দেশটির প্রধান বিরোধী নেতা। নির্বাচনী প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

আল-জাজিরা এক প্রতিবেদক জানান, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী নিরাপত্তা সদস্যরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছে। তবে তাকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভোটের পর ববি ওয়াইন সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার চেয়েও বেশি ভোট গণনা করা হয়েছে। তিনি বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর