[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

বিদেশি হুমকিতে নীরব থাকবে না তেহরান: জেনারেল আমির হাতামি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দেওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। বুধবার রাষ্ট্রায়ত্ত ফারস নিউজ-কে তিনি বলেন, বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না।

হাতামি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্য ইসলামি প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসেবে দেখে এবং এর জবাব কঠোর হবে। তিনি সতর্ক করে জানান, কোনো ভুল পদক্ষেপ নেওয়া হলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে।

সম্প্রতি বিক্ষোভ জোরালো হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান।

গত ২৮ ডিসেম্বর তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর