[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আলোচনা এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় চীন–পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশে বিক্রি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের বৈঠকে জেএফ-১৭ বিক্রিসহ সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ঘনিষ্ঠ, যা এই আলোচনাকে আরও এগিয়ে নিচ্ছে।

জেএফ-১৭ থান্ডার একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা আকাশ, স্থল ও সমুদ্রপথে হামলায় সক্ষম। পাকিস্তান অতীতে ভারতের সঙ্গে সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে এর কার্যকারিতা প্রচার করছে।

বিশেষজ্ঞদের মতে, জেএফ-১৭ বহরে যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বাংলাদেশপাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে, যা আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর