[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

হিমালয়ের চূড়ায় পারমাণবিক যন্ত্র হারায় সিআইএ, খোঁজ মেলেনি আজও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

স্নায়ুযুদ্ধের সময় ভারতের হিমালয় অঞ্চলে গোপন নজরদারি অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। অভিযানটি শেষ পর্যন্ত ব্যর্থ হলেও সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ছিল নন্দা দেবী পর্বতের চূড়ায় একটি প্লুটোনিয়ামচালিত পারমাণবিক যন্ত্র হারিয়ে যাওয়া। প্রায় ছয় দশক পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি স্বীকার করেনি।

১৯৬৫ সালে আমেরিকান ও ভারতীয় আরোহীদের একটি দল চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নজরদারির উদ্দেশ্যে নন্দা দেবী চূড়ায় পারমাণবিকচালিত নজরদারি স্টেশন বসাতে গিয়েছিল। এসএনএপি-১৯সি নামের ওই জেনারেটরে ছিল রেডিওঅ্যাকটিভ প্লুটোনিয়াম আইসোটোপ পিইউ-২৩৯। প্রবল ঝড়ের কারণে জীবনের ঝুঁকি এড়াতে যন্ত্রটি চূড়ার কাছে রেখে ফিরে যেতে বাধ্য হন অভিযাত্রীরা। পরে বহুবার অনুসন্ধান চালিয়েও সেটি উদ্ধার করা যায়নি।

ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হলেও ১৯৭৮ সালে প্রকাশ্যে আসে। হিমালয় থেকে উৎপন্ন নদীর ওপর কোটি মানুষের নির্ভরতার কারণে পারমাণবিক দূষণের আশঙ্কা আজও পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনে বরফ গললে ঝুঁকি বাড়তে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর