[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ফ্লাইপাস্ট ও প্যারাশুট প্রদর্শনের কারণে আগামীকাল ১৬ ডিসেম্বর রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট পরিচালিত হবে। এ সময় বিমানবাহিনীর প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে প্যারাশুট প্রদর্শনে অংশ নেবেন। নির্ধারিত সময়ে এই কার্যক্রম পরিচালনার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, মেট্রোরেল বিদ্যুতায়িত লাইনের মাধ্যমে পরিচালিত হয়। প্যারাশুটিং কার্যক্রম চলাকালে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর