[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

১৪ ডিসেম্বর আনতিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। এতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন, যারা সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ভ্রমণ ছিল।

নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোও রয়েছেন। আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে এবং তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর