[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ভূখণ্ডে যেকোনো সময় অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন যেকোনো ভূখণ্ডে প্রয়োজনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই হুমকি দেন তিনি। শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসন মাদক দমনে আরও আগ্রাসী কৌশলের পথে এগোচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুয়ের্তো রিকোতে বর্তমানে মার্কিন বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ চলছে। সেখানে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে, যা যেকোনো সময় অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ভেনেজুয়েলার একটি কার্গো জাহাজ জব্দের পর ট্রাম্প স্পষ্ট করে বলেন, প্রয়োজনে মাদকচক্র ধ্বংসে সংশ্লিষ্ট দেশগুলোতে স্থল অভিযান চালানো হবে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির পর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া হুশিয়ারি মন্তব্য করেন, মাদুরো সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি স্বৈরাচার উৎখাতে আন্তর্জাতিক সহায়তাও কামনা করেন।

তবে এসব হুমকি উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, চাপ বা আগ্রাসনের কাছে মাথা নত করার ইতিহাস ভেনেজুয়েলার নয়। যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দেশটি অটল থাকবে।

এর আগে লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়াকেও মাদক ইস্যুতে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর