চীন থেকে ইরানের উদ্দেশে যাওয়া একটি কার্গো জাহাজে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরা জানায়, শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূরে জাহাজটিতে ওঠে মার্কিন সেনারা। ট্রাম্প প্রশাসনের অধীনে ক্রমবর্ধমান আগ্রাসী সামুদ্রিক কৌশলের এটি সর্বশেষ উদাহরণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজ থেকে এমন কিছু সামগ্রী জব্দ করা হয়েছে, যা ইরানের প্রচলিত অস্ত্র ব্যবস্থায় ব্যবহার হতে পারে। তবে এসব সামগ্রী দ্বৈত ব্যবহারযোগ্য, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার সম্ভব। তল্লাশি শেষে জাহাজটিকে গন্তব্যে যেতে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইন্দো–প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে অভিযান নিশ্চিত না করলেও কর্মকর্তারা জানান, এতে মার্কিন বিশেষ অভিযান বাহিনী অংশ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে ইরানগামী কোনো কার্গো জাহাজে এটি যুক্তরাষ্ট্রের প্রথম এমন অভিযান।
এই ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। ওই জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে টেক্সাসে নেওয়া হয়েছে। চীন এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা ও জব্দের কঠোর সমালোচনা করেছে। ইরান ও চীন, কোনো পক্ষই সর্বশেষ অভিযানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
মন্তব্য করুন: