[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

মেসি উন্মাদনায় কলকাতায় চরম বিশৃঙ্খলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে এক নজর দেখতে কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে এক লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে দর্শক উন্মাদনা সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ ও আয়োজকরা। ১৩ ডিসেম্বর স্টেডিয়ামে পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খলার দিকে গড়ায় এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

দর্শকদের অভিযোগ, মাঠে মেসির আশপাশে অতিরিক্ত লোকজন থাকায় গ্যালারি থেকে প্রিয় তারকাকে স্পষ্টভাবে দেখা যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দর্শকরা গ্যালারি থেকে পানির বোতল ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে মাত্র ২০ মিনিটের মধ্যেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

মেসিকে বের করে নেওয়ার সময় গ্যালারি থেকে দর্শকরা মাঠে নেমে পড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা বাহিনী দর্শকদের সামাল দিতে হিমশিম খায়।

সূচি অনুযায়ী স্থানীয় সময় ১৩ ডিসেম্বর দুপুর ২টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ শহর ছাড়েন মেসি। এ ঘটনায় বহু দর্শক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, আর আয়োজকদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর