[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

নিউ ইয়র্ক সিটির মেয়র কে এই মামদানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার ও উগান্ডান শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান জোহরান জন্মগ্রহণ করেন ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। পাঁচ বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

মাত্র কয়েক বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির হয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০২০ সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিলে প্রথমে অনেকেই তাকে চিনতেন না। তবে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি, প্রগতিশীল ভাবধারা আন্তর্জাতিক ইস্যুতে সাহসী অবস্থানের কারণে দ্রুত পরিচিতি পান।

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সোচ্চার জোহরান বলেন, ক্ষমতায় গেলে ইসরাইলে নিউ ইয়র্কের অর্থ বিনিয়োগ বন্ধ করবেন এবং আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন। তার এই অবস্থান সাহসিকতা তরুণ ভোটারদের আকৃষ্ট করে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা উল্টো তাকে আরও জনপ্রিয় করে তোলে। অবশেষে ভোটের ফলেই প্রমাণিত হয়জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের নতুন আশার প্রতীক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর