 
                                                                        
                                    গাজার সামরিক অভিযান এবং বর্বরতার প্রভাবে দুই বছরের মধ্যে ২৭৯ ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে আত্মহত্যার চেষ্টা করা ৭৮ শতাংশ সেনা সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিলেন। তুলনায়, ২০২৩ সালে এই হার ছিল মাত্র ১৭ শতাংশ।
অভ্যন্তরীণ সামরিক তদন্তে দেখা গেছে, সেনাদের মানসিক সমস্যার প্রধান কারণ হলো দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকা, গাজার নাগরিকদের হত্যা বা আহতদের দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহকর্মীদের হারানো। এসব অভিজ্ঞতা সৈন্যদের মানসিক চাপ এবং হতাশার মাত্রা বৃদ্ধি করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেবে। কমান্ডারদের প্রশিক্ষণ সম্প্রসারণ এবং মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো সৈন্যদের উদ্বেগ ও মানসিক সমস্যার আগেভাগে শনাক্ত ও সমাধান করা।
নিপীড়িত মানসিক স্বাস্থ্য ও যুদ্ধের প্রভাব সম্পর্কে এই তথ্যগুলো সামরিক বাহিনীর জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: