[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

সংবিধানে নেই, তবু তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:১০ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি, যদিও তা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। সোমবার মালয়েশিয়া থেকে জাপানের পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো ভাবেননি, তবে তার জনপ্রিয়তা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে।

ব্যানন সম্প্রতি দাবি করেছেন, “ট্রাম্প ২০২৮ সালেও প্রেসিডেন্ট থাকবেন।” এ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, ট্রাম্প কি সংবিধানের সীমাবদ্ধতা চ্যালেঞ্জ করবেন? উত্তরে ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই, অন্য কেউ প্রার্থী হতে চাইবে কি না। সুযোগ থাকলে এটা অপ্রতিরোধ্য হবে।”
তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন। আবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “আমি করতে চাই, কারণ এখন আমার রেটিং সবচেয়ে ভালো।” তবে ভাইস প্রেসিডেন্ট হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার ধারণা তিনি নাকচ করেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। তবুও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে রাজনৈতিক মহলে তৃতীয় মেয়াদ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর