[email protected] শনিবার, ১ নভেম্বর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাস বেড়ে যাওয়ায় দেশজুড়ে মুসলিম সম্প্রদায় ও উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সম্প্রতি ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় ব্রিটিশ সরকারে উদ্বেগ বাড়ে। গত ২৪ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শনকালে স্টারমার বলেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতেই এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “ব্রিটেন একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গর্ব করে; কোনো ধর্মীয় গোষ্ঠীর ওপর হামলা মানে গোটা জাতির ওপর আঘাত।

অক্টোবরের ঘটনায় মসজিদের প্রধান ফটক একটি গাড়ি আগুনে পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। সাসেক্স পুলিশ ঘটনাটিকে ইসলামবিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। ইতোমধ্যে তিনজনকে জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন বরাদ্দকৃত অর্থ দিয়ে সারা যুক্তরাজ্যের মসজিদ মুসলিম কমিউনিটি সেন্টারগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া এবং প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে।

স্টারমার বলেন, “উপাসনালয়ে নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয়, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই প্রয়োজন তৈরি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষমূলক অপরাধের হার ১৯ শতাংশ বেড়েছে ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রেই মুসলমানরা ছিলেন প্রধান লক্ষ্যবস্তু।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর