 
                                                                        
                                    যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ স্লোগানে অভূতপূর্ব গণবিক্ষোভ চলছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ ২৭০০টিরও বেশি শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার ১৮ অক্টোবর আয়োজিত বিক্ষোভে রাজনীতিক, শিল্পী, প্রবীণ, তরুণ ও সাধারণ নাগরিকরা মিছিল করেছেন ব্যানার, স্লোগান এবং প্রতীক নিয়ে। তারা অভিযোগ করছেন, ট্রাম্প একজন রাষ্ট্রপ্রধানের সীমা অতিক্রম করে ‘রাজা’ হিসেবে আচরণ করছেন, যা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
আয়োজকদের ভাষ্য, এই দেশ রাজাদের জন্য নয়, জনগণের। জনগণ শান্তিপূর্ণভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে।
এ আন্দোলন এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রে ১৮ দিন ধরে সরকারি শাটডাউন চলছে, যা বিক্ষোভে জনসাধারণের ক্ষোভ আরও উসকে দিয়েছে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU) জানিয়েছে, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ নিশ্চিত করতে আইনজীবীদের মাঠে রেখেছে।
এর আগে ট্রাম্পের জন্মদিন ১৪ জুন ও সামরিক কুচকাওয়াজের দিনেও ‘নো কিংস’ বিক্ষোভ হয়েছিল, যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৫০ লাখ মানুষ।
মন্তব্য করুন: