 
                                                                        
                                    যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থেমে নেই। শনিবার পর্যন্ত এসব বিক্ষিপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন ফিলিস্তিনি।
শুক্রবার গাজা সিটির জেইতুন এলাকায় বাস্তুচ্যুতদের বহনকারী একটি বাসে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে সাত শিশু, তিন নারীসহ একই পরিবারের ১১ জন সদস্য রয়েছেন। তারা আবু শাবান গোত্রের মানুষ এবং যুদ্ধবিরতির সুযোগে ধ্বংস হওয়া ঘরবাড়ি দেখতে ফিরছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বাসটি ‘হলুদ লাইন’ অতিক্রম করেছিল এবং হুমকি সৃষ্টি করায় গুলি চালানো হয়েছে।
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের মধ্যে অনেক গাজাবাসী ঘরে ফিরলেও অধিকাংশ এলাকাই চিহ্নহীন ধ্বংসাবশেষে পরিণত হওয়ায় তারা দিশেহারা।
এর আগে, শুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়।
রাফাহ ক্রসিং এখনও বন্ধ রেখেছে ইসরায়েল, যুদ্ধবিরতির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা না খোলার ঘোষণা দিয়েছে তারা। হামাস জানিয়েছে, তারা চুক্তি মেনে চলছে এবং আরও মরদেহ উদ্ধার ও হস্তান্তরের কাজ চালাচ্ছে।
মন্তব্য করুন: