 
                                                                        
                                    ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন ‘কসাইখানার’ মতো পরিবেশ হিসেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব বন্দির বক্তব্য উঠে এসেছে।
আব্দাল্লাহ আবু রাফে বলেন, “আমরা কারাগারে নয়, কসাইখানায় ছিলাম। সেখানে কোনো বিছানা ছিল না, খাবারের অবস্থাও ভয়াবহ। জীবনযাপন ছিল অসম্ভব কষ্টকর।”
মুক্তিপ্রাপ্ত আরেক বন্দি, ইয়াসিন আবু আমরা, জানান, “চার দিন কিছু খাইনি। নির্যাতন, মারধর—সবই ছিল ভয়ঙ্কর। এখানে এসে দুইটি মিষ্টি খেয়েছি।”
সাঈদ শুবাইর নামে আরেকজন বলেন, “স্বাধীনতার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমি হ্যান্ডকাফমুক্ত, সূর্য দেখছি লোহার শিক ছাড়াই।”
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল প্রায় ২৫০ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি গাজা থেকে আটক আরও ১,৭০০ জনকে ছেড়ে দিয়েছে, যাদের জাতিসংঘ ‘জোরপূর্বক নিখোঁজ’ হিসেবে চিহ্নিত করেছিল।
মন্তব্য করুন: