 
                                                                        
                                    গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
১৩ অক্টোবর, এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাইডেন বলেন, গাজায় যুদ্ধ বন্ধ, ত্রাণ পাঠানো ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার প্রশাসন নিরলস চেষ্টা চালিয়েছে, তবে তারা ব্যর্থ হয়েছেন।
তিনি ট্রাম্পের সফল নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন, এটি একটি স্বস্তির বিষয়।
তবে উল্লেখ্য, বাইডেন নিজে প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েলকে অস্ত্র ও যুদ্ধযান সরবরাহ করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
এই মন্তব্যে মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় বইছে।
মন্তব্য করুন: