যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা ভাবছেন, যা রাশিয়ার গভীরে আঘাত করার ক্ষমতা দেবে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছেন, 'দেখা যাক... পাঠাতে পারি।'
ট্রাম্প বলছেন রুশদের জানানোর সম্ভাবনা রয়েছে যদি যুদ্ধ মীমাংসা না হয়। চলতি সপ্তাহে ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপে কিয়েভ আরও শক্তিশালী সামরিক সাহায্য চেয়েছে। রাশিয়া সতর্ক করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ সংঘাত তীব্র করতে পারে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে।
টমাহকের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার, ফলে রাশিয়ার বড় অংশ লক্ষ্যবিদ্ধ হতে পারে। আগে ট্রাম্পের বিশেষ দূত জানিয়েছিলেন গভীর ভূখণ্ডে হামলার অনুমোদন দেয়া হয়েছে। কিয়েভের জ্বালানি ও অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাশিয়া প্রদত্ত সম্ভাব্য সরবরাহকে গুরুত্ব দেয়নি এবং বলেন, এতে তাদের সিদ্ধান্তে আলাদা প্রভাব ফেলবে না।
বিবিসি জানিয়েছে বিষয়টি প্রেসিডেন্টের সিদ্ধান্তের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এটি উত্তেজনা বাড়াতে পারে। ট্রাম্প ইসরায়েল সফরে থাকা সময়ে কথাগুলো জানিয়েছেন এবং রাশিয়ার প্রতিক্রিয়া কড়া হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন।
মন্তব্য করুন: