[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

হারজোগ এক বিবৃতিতে বলেন, ট্রাম্প কেবল জিম্মিদের ঘরে ফেরাতেই সাহায্য করেননি, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা শান্তির নতুন যুগের সূচনা করেছেন। পুরস্কারটি আগামী মাসগুলোতে প্রদান করা হবে।

সোমবার ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তাকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। সফরে তিনি কনেসেটে ভাষণ দেবেন জিম্মি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই পুরস্কার শুধুমাত্র রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়। এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই সম্মাননা পেয়েছিলেন।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার লক্ষ্য হামাস-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানো।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর