ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বাজেট উপস্থাপনের আগেই নতুন সরকার গঠন করেছেন। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভা দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
গুরুত্বপূর্ণ নিয়োগগুলোর মধ্যে রয়েছেন জ্যাঁ-নোয়েল ব্যারো (পররাষ্ট্রমন্ত্রী), ক্যাথেরিন ভত্রিন (প্রতিরক্ষামন্ত্রী), রোলাঁ লেস্কুর (অর্থমন্ত্রী), এবং লরঁ নুনিয়েজ (স্বরাষ্ট্রমন্ত্রী)। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন WWF-এর সাবেক প্রধান মোনিক বারবুত।
গেরাল্ড দারমানিন বিচারমন্ত্রীর পদে বহাল থাকছেন, আর সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি বিচারাধীন থাকা সত্ত্বেও পদে রয়েছেন।
লেকর্নু বলেন, তিনি এমন মন্ত্রিসভা চান যারা দলীয় স্বার্থে আবদ্ধ নয়। সরকারের মূল লক্ষ্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়ন। ম্যাকরন আগামী সোমবার সংসদে ২০২৬ সালের বাজেট উপস্থাপন করবেন, যা পর্যালোচনার জন্য ৭০ দিনের সময়সীমা নির্ধারিত।
মন্তব্য করুন: