[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

চার বছর আগে আফগানিস্তানে ছেড়ে যাওয়া বিমানঘাঁটিতে কেন ফিরতে চান ট্রাম্প?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের পরিকল্পনা করলেও তালেবান সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, তিনি বাগরাম ঘাঁটি চান আফগানিস্তানের জন্য নয়, বরং চীনকে প্রতিহত করতে। কারণ এটি চীনের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে।

তবে তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আবারও আফগান মাটিতে মার্কিন সামরিক উপস্থিতি চায় না। তালেবান শাসন শুরুর আগেও তারা এ নিয়ে আপত্তি জানিয়েছিল।


বাগরাম বিমানঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আফগান অভিযান ও সামরিক উপস্থিতির প্রতীক ছিল। বর্তমানে তালেবান সরকারের অবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বিদেশি সামরিক ঘাঁটি অনুমোদনযোগ্য নয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর