গাজায় যুদ্ধ ও অবরোধ তুলে নিতে ইসরাইলের গাজা সীমান্তে বিক্ষোভে নেমেছেন শত শত ইসরাইলি নাগরিক। শুক্রবার, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী তাদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে ও কয়েকজনকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ও কয়েকজনকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা নেতানিয়াহু প্রশাসনের পদত্যাগ ও শান্তিচুক্তির দাবি জানান। একইসঙ্গে, যুদ্ধ ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আলোচনার আহ্বান জানান তারা। পূর্ব জেরুজালেমেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাল কাপড়ে মোড়া শরীর, হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তির বার্তা দিচ্ছেন বহু ইসরাইলি।
ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক IDI-এর জরিপে দেখা গেছে, ৭৪% ইসরাইলি গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে শান্তি চুক্তি চান। বিক্ষোভকারীরা বলছেন, “এ যুদ্ধের কোনো লক্ষ্য নেই, আলোচনাই সমাধান।”
জাতিসংঘ অধিবেশন সামনে রেখে বিশ্ব নেতারা যখন দুই রাষ্ট্র সমাধানে একমত হচ্ছেন, তখন ইসরাইলের ভেতর থেকেই উঠছে যুদ্ধ বন্ধের প্রবল দাবি।
মন্তব্য করুন: