[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

এখন থেকে কর্ম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে খরচ হবে এক লাখ ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-ওয়ানবি ভিসার ফি বাড়িয়ে এক লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যেখানে ফি ছিল মাত্র ১,৫০০ ডলার, সেখানে এবার তা বেড়েছে প্রায় ৬৬ গুণ।

শুক্রবার নির্বাহী আদেশে এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, এতে চীন ও ভারত-নির্ভর প্রযুক্তি খাত বড় ধাক্কা খাবে। পাশাপাশি ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু করে দ্রুত ভিসা সুবিধাও ঘোষণা করেছে হোয়াইট হাউস, যার জন্য আবেদনকারীকে দিতে হবে ১০ লাখ ডলার, আর স্পন্সরের খরচ ২০ লাখ পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রী জানান, তিন বছরে এককালীন ফি নাকি বার্ষিক ফি এ নিয়ে সিদ্ধান্ত আসেনি। নতুন নীতিতে নির্ধারিত অর্থ না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর এইচ-ওয়ানবি ভিসার আবেদন সংখ্যা সীমাবদ্ধ ৮৫ হাজারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর