[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

ইরান-ইসরাইল যুদ্ধে ধ্বংস হলো যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলারের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বাজেট নথির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

দ্য ওয়ার জোনবিজনেস ইনসাইডারসূত্রে জানা যায়, ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য ৪৯৮.২৬৫ মিলিয়ন ডলার জরুরি বাজেট চাওয়া হয়েছে।

নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র শুধুই ইসরাইলকে সামরিক সহায়তা দিতেই ব্যবহৃত হয়েছে। থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রতিস্থাপনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সম্পর্কের গভীরতা ব্যয়ের চিত্র তুলে ধরেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর