গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইতালির রাভেনা বন্দরে ইসরাইলগামী অস্ত্রবাহী দুটি ট্রাক আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের পর স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
রাভেনার মধ্য-বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনা শেষে তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন ট্রাক দুটি যেন ইসরাইলের হাইফা বন্দরের উদ্দেশে না যায়।
বারাত্তোনি বলেন, ইতালি ইতোমধ্যে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, তাই অন্য দেশ থেকে আগত অস্ত্র ইতালির মাটিতে স্থান পাবে না। যদিও ট্রাকের উৎস বা কনটেইনারে কী ছিল, তা প্রকাশ করেননি তিনি।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজা দখলকে ‘অগ্রহণযোগ্য’ বললেও, এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন। এর আগেও ইউরোপের বিভিন্ন বন্দর শ্রমিকরা ইসরাইলগামী অস্ত্র রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।
মন্তব্য করুন: