[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরজুড়ে ৮০ হাজার পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

ছবি : সংগৃহীত

বাজেট সংকোচন নীতির প্রতিবাদে প্যারিসের রাজপথে বিক্ষোভে নেমেছে ফ্রান্সের লাখো মানুষ। শিক্ষক, শিক্ষার্থী, রেলকর্মী, সরকারি কর্মকর্তা, হাসপাতাল কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয় এই আন্দোলনে।

ট্রেড ইউনিয়নের ডাকে আয়োজিত এই বিক্ষোভে আয়োজকদের দাবি, প্রায় ১০ লাখ মানুষ অংশ নেয়। আন্দোলনকারীরা দাবি তোলেন, জনসেবা খাতে বাজেট বৃদ্ধি, পেনশন পুনর্বহাল ধনীদের কর বাড়ানোর।

বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় ৮০ হাজার পুলিশ। কিন্তু রাজপথে উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ টিয়ারশেল কাঁদুনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে আহত হয় অনেকে, আটক করা হয় দেড়শোর বেশি মানুষ।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ম্যাঁক্রো প্রধানমন্ত্রী লেকর্নু যদি অনড় থাকেন, তবে আন্দোলন আরও জোরদার হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর