ইসরাইলের বিভিন্ন অঞ্চলে হুতি গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনা ছড়িয়েছে। ইলাত, জেরুজালেম ও তেল আবিবসহ একাধিক এলাকায় বৃহস্পতিবার রাতে সতর্কতামূলক সাইরেন বাজে। ইলাতের এক হোটেলে ড্রোন হামলায় আগুন লাগলেও হতাহতের খবর নেই।
হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত রাখবে তারা।
এদিকে গাজা সিটিতে ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই জাতিসংঘে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, প্রস্তাবে হামাসের নিন্দা ও ইসরাইলের আত্মরক্ষার অধিকার উপেক্ষিত হয়েছে।
হামাস পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, জিম্মিদের আর ফেরাতে চায় না ইসরাইল। ফ্রান্স, স্পেন ও জার্মানি ইসরাইলবিরোধী অবস্থান জোরালো করছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
মন্তব্য করুন: