শুল্ক দ্বন্দ্বের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দুই নেতার ফোনালাপে ট্রাম্প মোদিকে বন্ধু বলে উল্লেখ করেন এবং ইউক্রেন যুদ্ধ থামাতে তার ভূমিকার প্রশংসা করেন।
মোদিও এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক আরোপ করে, যা নিয়ে সম্পর্ক তিক্ত হয়। তবে এবারকার ফোনালাপকে কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন: