[email protected] বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি : সংগৃহীত

বিশাল হাঁড়িতে বিশ্বের সবচেয়ে বেশি জলফ রাইস রান্না করার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান শেফ এবং সাবেক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিল্ডা বাচি।

কিন্তু হাড়িটি ওজন করার জন্য ক্রেনে তোলার সময় ভেঙে যায়। 

বিশ্বের সবচেয়ে বড় জলফ রাইস রান্নার চেষ্টায় বিশাল হাঁড়ি ভেঙে গেলেও দমে যাননি নাইজেরিয়ান শেফ হিল্ডা বাচি। সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রেকর্ডের জন্য ২৩ হাজার লিটার ধারণক্ষমতার বিশেষ হাঁড়িতে রান্না করেন হিল্ডা। তবে ক্রেনে তা ওজন করার সময় হাঁড়ির একটি পা ভেঙে যায়।

৪ হাজার কেজি চাল, ৬০০ কেজি পেঁয়াজ, ১৬৮ কেজি ছাগলের মাংসসহ রান্নাটি করতে সময় লেগেছে ৯ ঘণ্টা। যদিও ওজন করা সম্ভব হয়নি, তবুও পুরো প্রক্রিয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির জন্য নথিভুক্ত করা হচ্ছে।

২০২৩ সালে রান্নার দীর্ঘতম ম্যারাথনে রেকর্ড করা হিল্ডা বলেন, এই আয়োজনের পরিকল্পনায় তার এক বছর সময় লেগেছে। বিশাল হাঁড়িটি বানাতে ৩০০ জনের ২ মাস সময় লেগেছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর