রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে বেলারুশে চলমান সিএসটিও’র যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার প্রকাশিত আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
মহড়া চলাকালীন পুতিন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কমান্ড সেন্টারে অবস্থান নেন এবং বিভিন্ন কৌশলগত নির্দেশনা দেন।
মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ঘুরে দেখেন তিনি এবং পরে অংশগ্রহণকারী দেশগুলোর সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সেনাবাহিনীর অংশগ্রহণে সাতদিনব্যাপী এই মহড়া চলছে ৪১টি স্থানে। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা জোট ন্যাটো’র বিপরীতে এই মহড়া অঞ্চলের ভূরাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে।
মন্তব্য করুন: