ট্রাম্পের শুল্ক চাপে, বেকায়দায় ভারতের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প। কৃষির পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ মানুষের কর্মসংস্থান নিশ্চিতকারী খাতটি পাচ্ছে না বড় কোনো অর্ডার। এতে চাকরি হারানোর শঙ্কায় এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকেরা।
অনেকেই খাতটিকে বাঁচাতে চাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সহায়তা। আগস্টে ট্রাম্প প্রশাসনের ৫০% শুল্ক আরোপের জেরে রপ্তানিমুখী টেক্সটাইল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রায় সাড়ে ৪ কোটি মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল, যার বড় অংশই নারী। ভারতের মোট রপ্তানির ১২% আসে এখান থেকে। পাঞ্জাবের লুধিয়ানা, সুরাত, থিরুপুর ও পানিপাত এই শহরগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। বিশেষ করে থিরুপুর, যা ভারতের ৬৮% নিটওয়্যার রপ্তানি করে, এখন অর্ডার সংকটে।
শিল্প রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার অনুসন্ধানই এখন মূল দাবি উদ্যোক্তাদের। তবে ভারতের এই শ্রমঘন খাতটি বাঁচাতে দেশটির কেন্দ্রীয় সরকার কী উদ্যোগ গ্রহণ করে তার দিকে তাকিয়ে এই খাত সংশ্লিষ্ট সবাই।
মন্তব্য করুন: