[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

রাহুলের আন্দোলন বিজেপিকে চাপে ফেলেছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের সর্বোচ্চ আদালতে বিশেষ ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সতর্কবার্তা শোনা গেছে। বিচারপতি সূর্য কান্ত সোমবার বলেন, প্রক্রিয়ায় সামান্যও বেআইনি প্রমাণিত হলে পুরো এসআইআর বাতিল হয়ে যাবে।

এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গসহ সারা দেশে এসআইআর নিয়ে মামলা হয়েছে, আর রায় গোটা দেশেই প্রযোজ্য হবে। এতে কমিশনের ওপর চাপ বাড়লেও বিরোধীরা নতুন করে উৎসাহ পেয়েছে।

আদালত জানিয়েছে, ৭–৮ অক্টোবর হবে চূড়ান্ত শুনানি। বিরোধীরা বলছে, রাহুল গান্ধীর নেতৃত্বে আন্দোলনের চাপেই আদালত এমন মন্তব্য করেছে। কমিশনের কার্যক্রম নিয়েও আদালত প্রশ্ন তোলে প্রতিদিনের অগ্রগতি প্রকাশ কেন বন্ধ হলো।

আধারের বৈধতা নিয়েও বিতর্ক হয়, তবে আদালত জানায়, নথি হিসেবে আধার গ্রহণযোগ্য। বিচারপতি কান্ত স্পষ্ট করে দেন, বেআইনি প্রমাণ পেলেই প্রক্রিয়া বাতিল হবে। বিশ্লেষকদের মতে, এ অবস্থান বিজেপিকে চাপে ফেলেছে, আর বিরোধীরা একে বড় অর্জন হিসেবে দেখছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর