[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করছেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, দীর্ঘদিন ধরে এই সংবাদমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসছে। মামলাটি ফ্লোরিডায় করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্প অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে। তিনি দাবি করেন, এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান।

এছাড়া ট্রাম্প বলেন, টাইমস তার পরিবার, ব্যবসা এবং রাজনৈতিক আন্দোলনকে নিয়েও মিথ্যা তথ্য প্রচার করেছে। তিনি সংবাদমাধ্যমটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ‘নিকৃষ্ট’ বলে অভিহিত করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর