[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি জেন-জিদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বিরুদ্ধে বিক্ষোভ করেছে তরুণদের জেন-জি আন্দোলন। রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সুদান গুরুংয়ের নেতৃত্বে এই বিক্ষোভ হয়।

তাদের অভিযোগ, কার্কি আন্দোলনের সঙ্গে আলোচনা না করেই মন্ত্রিসভা গঠন করছেন। তারা তার পদত্যাগও দাবি করেন।

গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের আটকাতে পারবে না।” তিনি অভিযোগ করেন, আইনজীবী ওমপ্রকাশ আর্যল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন। গত সপ্তাহের বিক্ষোভে নিহতদের স্বজনেরাও এদিন যোগ দেন।

এদিকে কার্কি আর্যলকে আইন ও স্বরাষ্ট্র, রমেশ্বর খনালকে অর্থ এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী করেছেন। তিনজনই অভিজ্ঞ এবং আলোচিত ব্যক্তিত্ব। কার্কি আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অল জেন-জি আন্দোলনের চাপেই সাবেক প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতি কার্কি শুক্রবার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর