[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি :  সংগৃহীত

নেপালে চলমান জেন-জি বিক্ষোভের মধ্যে দেশটির মন্ত্রীদের পালিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায়, এক মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি বা রেসকিউ স্লিং আঁকড়ে ধরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় মন্ত্রীর বাড়ির চারপাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় সরকারি ও মন্ত্রীদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অনেক কর্মকর্তা প্রকাশ্যে হেনস্তা ও লাঞ্ছনার শিকার হন। ধারণা করা হচ্ছে, এ কারণেই পালানোর পথ বেছে নিয়েছেন অনেক ক্ষমতাসীন ব্যক্তি।

সহিংসতার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর। প্রতিবাদে নেমে আসা তরুণ প্রজন্ম দ্রুত আন্দোলনকে সহিংস রূপ দেয়। মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু হলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়েছে। সেনারা রাজধানীতে টহল দিচ্ছে এবং নাগরিকদের অকারণে বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর