গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওয়েস্ট বে লাগুন এলাকার একটি আবাসিক ভবনে হামলায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন হামাস নেতা খলিল আল হায়ার ছেলে, তিন দেহরক্ষী ও কাতারি নিরাপত্তা কর্মকর্তারা। আলোচনায় অংশ নেওয়া নেতারা অক্ষত থাকেন।
ইসরায়েলের এই হামলা বৃহত্তর অভিযানের অংশ, যা গত ৭২ ঘণ্টায় ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, কাতার, তিউনিশিয়া ও ইয়েমেনে চালানো হয়। শুধু গাজায় সোমবার ১৫০ জন নিহত ও ৫৪০ জন আহত হন। হাসপাতাল ও ত্রাণ সংগ্রহস্থলগুলোতেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। অক্টোবর ২০২৩ থেকে গাজায় চলমান হামলায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬৪ হাজার ছাড়িয়েছে।
লেবাননের বেক্কা ও হারমেল জেলায় হামলায় পাঁচজন নিহত হন এবং বৈরুতের দক্ষিণে বারজাতে আরও একজন হিজবুল্লাহ সদস্য নিহত হন। একই রাতে সিরিয়ার বিমানঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়, যদিও হতাহতের তথ্য মেলেনি। এছাড়া তিউনিশিয়ার উপকূলে একটি ত্রাণবাহী জাহাজ ও ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন: