ইরাকে গুম হওয়া ইসরায়েলি-রাশিয়ান ছাত্রী এলিজাবেথ সুরকভ দীর্ঘ ৯০৩ দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার মুক্তির খবর জানান।
ট্রাম্প লিখেছেন, কাটাইব হিজবুল্লাহর জিম্মি থাকা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীকে অবশেষে মুক্ত করা হয়েছে এবং বর্তমানে তিনি বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপদে রয়েছেন।
২০২৩ সালের মার্চে গবেষণার কাজে ইরাকে গিয়ে নিখোঁজ হন সুরকভ। ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ তাকে আটকে রাখে বলে ধারণা করা হলেও গোষ্ঠীটি অভিযোগ অস্বীকার করেছে। ইরাকি এক কর্মকর্তা জানান, প্রথমে গোয়েন্দা সংস্থার ছদ্মবেশী সদস্যরা তাকে আটক করে পরে মিলিশিয়াদের হাতে তুলে দেয়।
সুরকভের মুক্তিতে তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। দীর্ঘদিন পর এ ঘটনায় আলোচনায় ফের ইরাকের প্রভাবশালী শিয়া মিলিশিয়ারা।
মন্তব্য করুন: