ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার রাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পার্লামেন্টে আস্থা ভোটে ফ্রাঁসোয়া বাইরু পরাজিত হওয়ার পর লেকর্নু প্রধানমন্ত্রীর শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হন। এলিসে প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আগামী বাজেট প্রণয়নের দায়িত্ব পাবেন। এর মধ্য দিয়ে ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে লেকর্নু হচ্ছেন পঞ্চম প্রধানমন্ত্রী।
বাইরুর পতনের পেছনে ঋণ সংকট ও বিতর্কিত ব্যয় কমানোর প্রস্তাব বড় ভূমিকা রাখে। ফ্রান্সের ঋণ বর্তমানে ৩.৩ ট্রিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা জিডিপির ১১৪ শতাংশ। সরকারি ছুটি বাতিলসহ কঠোর সাশ্রয়ী পরিকল্পনা জনগণের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে এবং আস্থা ভোটে তিনি হেরে যান। মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পর বাইরু পদত্যাগে বাধ্য হন।
মন্তব্য করুন: