প্রকাশিত:
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম
ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। সোমবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসফাহান, তাবরিজ ও হামাদান শহরে সেনা ইউনিট পরিদর্শনের সময় হাতামি বলেন, ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহযোগিতা নিয়েও পূর্বের ১২ দিনের যুদ্ধে বড় ক্ষতির শিকার হয়েছে। এবারও তাদের আগ্রাসনের জবাব দিতে ইরান সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের চেষ্টা করা হলে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস ও জনগণ একত্রে প্রতিরোধ করবে। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি দেশ রক্ষার স্বার্থেই গড়ে তোলা হয়েছে এবং এটি ধ্বংস করা কারও পক্ষে সম্ভব নয়।
হাতামি আরও বলেন, ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা করলেও সেটি ব্যর্থ হয়েছে। জনগণের ঐক্য ও সমর্থনই ইরানের শক্তির মূল উৎস বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন: