মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে ৮২৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার রাতে জালান ইপোহের একটি তিন তারকা হোটেল ও নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ।
পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ জন, জুয়ায় জড়িত অভিযোগে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ জন এবং নিলাইয়ে ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ভারতীয়, ইন্দোনেশিয়ান, থাই, ভিয়েতনামী ও লাওসিয়ান নাগরিক রয়েছেন, বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বেশ কিছু ব্যক্তির বৈধ ভ্রমণ নথি ছিল না বা পাসের অপব্যবহার করেছেন। অভিযানে হোটেলটিকে বিদেশি পতিতাবৃত্তি কেন্দ্র হিসেবে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন, আটক ব্যক্তিদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে গিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে স্থানীয় সাতজন পুরুষকে তদন্তে সহযোগিতার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: