মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিযোগ করেছেন, ভারত ও রাশিয়া ‘গভীর, অন্ধকার চীনের দিকে চলে গেছে’।
গত শুক্রবার প্রকাশিত এই পোস্টে তিনি শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদির একসাথে তোলা ছবি শেয়ার করেন। ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, বেইজিং নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নয়াদিল্লি ও মস্কোকে পাশে পাচ্ছে, যা নিয়ে তিনি বিরক্ত।
পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়েছি, তারা একসাথে দীর্ঘায়ু ও সমৃদ্ধশালী হোক।” এ বিষয়ে ভারত, চীন বা রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
শি জিনপিং সম্প্রতি তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সামিটে রাশিয়া ও ভারতের নেতাসহ ২০টিরও বেশি নন-ওয়েস্টার্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পুতিন ও মোদিকে একসাথে শিরোনামে দেখা যায়। ট্রাম্প অতীতে বহুবার ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অসম সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন এবং পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন: