ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের প্রেক্ষিতে ইসরায়েল এবার ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা করছে।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে।
এ পরিকল্পনা মূলত পশ্চিম তীরের ইহুদি বসতি, জর্ডান ভ্যালি কিংবা নির্দিষ্ট অংশে বাস্তবায়নের চিন্তা চলছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনি প্রক্রিয়া জটিল হওয়ায় সময় লাগতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রবল প্রতিরোধ, আরব বিশ্ব ও আন্তর্জাতিক নিন্দার মুখে ফেলবে ইসরায়েলকে।
২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত পশ্চিম তীরকে অধিকৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিলেও ইসরায়েল তা মানে না। পূর্বে জেরুজালেম ও গোলান মালভূমি সংযুক্তির ঘোষণাও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরকে ইসরায়েলের “ঐতিহাসিক ভূমি” হিসেবে দাবি করে আসছে।
সোর্স: Reuters
মন্তব্য করুন: