[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৭ ভাদ্র ১৪৩২

ইসরাইলি অবরোধ ভেঙে ১০০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছাতে ৪৪টি দেশের প্রতিনিধি ও ১০০ টি জাহাজ নিয়ে গাজার পথে যাত্রা করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই বহরে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, অভিনেতা লিয়াম কানিংহামসহ আছেন ডাক্তার, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। আয়োজকরা জানিয়েছেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর।

২০০৭ সাল থেকে গাজার আকাশ ও নৌপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। ২০২৩ সালের যুদ্ধের পর অবরোধ আরও কঠোর হয়। খাদ্য ও ওষুধ সংকটে মানবিক বিপর্যয়ে পড়ে গাজাবাসী।

এই মিশনে অংশ নিয়েছে চারটি আন্তর্জাতিক জোট: গ্লোবাল মুভমেন্ট টু গাজা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, মাগরেব ফ্লোটিলা ও সমুদ্র নুসন্তরা। ৩,০০০ কিমি পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৮ দিন।

২০১০ সালে মাভি মারমারা অভিযান ও ২০২৫ সালে গ্রেটার আগের দুটি ব্যর্থ প্রচেষ্টার অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও সংগঠিতভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর