[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৭ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, আহত ২৫০০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

২০২৫ সালের ৩১ আগস্ট গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, গভীরতা মাত্র ৮ কিলোমিটার। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮০০ জনের বেশি নিহত এবং ২৫০০ জনেরও বেশি আহত হয়েছেন

বিশেষত কুনার প্রদেশের নুরগাল, সোকি, ওয়াতপুর, মানোগি ও চপাদারা অঞ্চলগুলোতে  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর