[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

মাকে জড়িয়ে মোদিকে কটূক্তি, কংগ্রেস-বিজেপির তুমুল সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মাকে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে ২৯ আগস্ট বিহারের রাজধানী পাটনার সাদাকাত আশ্রমে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, বিহারের দরভঙ্গায় কংগ্রেসের এক সমাবেশে। সেখানে এক কংগ্রেস কর্মী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন।

এই মন্তব্যের সময় রাহুল গান্ধী উপস্থিত থাকা সত্ত্বেও তিনি নীরব ছিলেন বলে অভিযোগ বিজেপির। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট সকালে বিজেপির একটি প্রতিবাদ মিছিল পাটনার সাদাকাত আশ্রমে অবস্থিত কংগ্রেসের দপ্তরের সামনে অবস্থান নেয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। লাঠি ও দলীয় পতাকা হাতে নিয়ে উভয় দলের কর্মীরা রাস্তায় নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সোর্স: দিনাজপুর টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর