[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করলো তুরস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাশাপাশি ইসরায়েলি বিমান ও জাহাজের জন্য তুরস্কের আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

২৯ আগস্ট গাজা ইস্যুতে তুর্কি সংসদের এক বিশেষ অধিবেশনে তিনি বলেন, “গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ববাসীর চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধকে উপেক্ষা করছে তারা।”

গত বছরের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। সেই সময় স্থায়ী যুদ্ধবিরতি ও অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা।

ফিদান বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজ আর তাদের বন্দরে যাবে না, ইসরায়েলি জাহাজ আমাদের বন্দরে ঢুকতে পারবে না। তাদের বিমানও আমাদের আকাশসীমায় ঢুকতে পারবে না।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্ক এখন শুধু মানবিক সংকট নয়, ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা দেশটির পুনর্গঠন প্রচেষ্টার পথে ইচ্ছাকৃত বাধা হিসেবে বিবেচনা করছে। 

সোর্স: ntv 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর