[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২

স্বামীকে বাঁচাতে লিভার দিয়ে প্রাণ গেল স্ত্রীর!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : গ্রাফিক্স

ভারত মহারাষ্ট্রের পুনেতে স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজেই লিভারের একটি অংশ দান করেছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর কয়েক দিনের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর পুনের সাহ্যাদ্রি হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৫ আগস্ট ওই হাসপাতালেই বাপু কোমকর নামের রোগীর লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। তার স্ত্রী কামিনী কোমকর স্বামীর জন্য লিভারের একটি অংশ দান করেছিলেন। তবে অস্ত্রোপচারের পর বাপুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এবং তিনি ১৭ আগস্ট মারা যান। এর পর গত ২১ আগস্ট সংক্রমণ দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রীর কামিনীও।

বিষয়টি জানার পর মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, ওই দুই রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের বয়ানের ভিডিও জমা করতে বলা হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সব রকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে প্রস্তুত। কোমকার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন, বাপুর বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল। তাছাড়া এই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় কতটা ঝুঁকি থাকে, তা বাপুর পরিবার এবং অঙ্গদাতাকে বোঝানো হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অঙ্গদানের পরে দাতা প্রাথমিক ভাবে সুস্থ ছিলেন। আচমকাই সেপটিক শক হয়। তার জেরে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তদন্ত দাবি করা হয়েছে।

সোর্স: খবরের কাগজ  

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর